Type Here to Get Search Results !

আনোয়ারার ৫৭০ কোটি টাকার বেড়িবাঁধ বছর না যেতেই নদীগর্ভে বিলীন!

 



ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।


স্হানীয় সূত্রে জানা গেছে, ভূমিমন্ত্রীর মাধ্যমে সরকার উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ৫৭০ কোটি টাকা বরাদ্ধ দেয়। কিন্তু বেড়িবাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালি দিয়ে নিম্মমানের বেড়িবাঁধ নির্মাণ করায় বছর না যেতেই সেটা জোয়ারের পানিতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

আরো জানা যায়,  আনোয়ারার উপকূল এলাকায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ টপকে অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে বেড়িবাঁধে। ঢেউয়ের ধাক্কায় বেড়িবাঁধ ভাঙাতে উপকূল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিবুর রহমান লিখেন,রায়পুরের বেশিরভাগ রাজনৈতিক কিংবা সামাজীক সংগঠনের সদস্যদের সাথে আমার ভাল সম্পর্ক। তাদের একটি সবচেয়ে ভাল গুণ হচ্ছে তারা তাদের ইউনিয়নের রাজনৈতিক, আর্তসামাজীক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এক এবং অভিন্ন। ভিন্ন মতাদর্শী হলেও নিজেদের স্বার্থে তারা বাঘ আর মহিষ এক ঘাঠে পানি খেতেও দ্বিধাবোধ করেনা। প্রায় তারা(বলতে গেলে সবাই) বেড়িবাঁধ নিয়ে সোচ্ছার থাকে। এই বেড়িবাঁধ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে আরো অনেক কিছু করতে দেখেছি তাদের। সামাজীক যোগাযোগ মাধ্যমেও প্রায় সময় তারা লেখালেখি করে। কিন্তু এরপরেও তারা কাঙ্কিত বেড়িবাঁধ পাইনি। ইয়াস বাংলাদেশে আঘাত হানেনি, উড়িষ্যার আঁচ লেগেছে মাত্র। আর এতেই পরম আকাঙ্কিত বেড়িবাঁধ নামক সোনার হরিণটি প্রায় অনেকাংশে লন্ডভন্ড। এতে মাছের প্রজেক্ট থেকে শুরু করে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। আমার যদি ভূল না হয় তাহলে এর জন্য মুলত গুটি কয়েক স্থানীয় ঠিকাদারই দায়ী। যাদের অধিক মুনাফার লোভের কাছে বলি হচ্ছে রায়পুরের হাজার হাজার মানুষের স্বপ্ন।এই বেড়িবাঁধের উপড় নির্ভর রায়পুরের শত শত মানুষের ভাগ্য অর্থাৎ জীবিকা।


রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, ফকিরহাট, ছিপাতলী ঘাট, গলাকাটা ঘাট ও ছত্তার মাঝিরঘাটের বেড়িবাঁধ টপকে জোয়ারের পানি প্রবেশ করায় এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এলাকার বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্হ হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, কোস্টগার্ডসহ বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এগুলো জরুরী ভিত্তিতে মেরামত করে দেয়া হবে।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119