বিদায় আলমগীর!

 


মোহাম্মদ মুজিবুল হক 

কিংবদন্তি শিল্পী যার নাম

ফকির আলমগীর, 

দরাজ কণ্ঠে গাইতেন তিনি

সদা উঁচু করে শির।


উচ্চ শিক্ষা সমাপন করেও 

গাইতে থাকেন গান,

গান গেয়ে তিনি বৃদ্ধি করেন

শিল্প-সংস্কৃতির মান।


কর্মের স্বীকৃতিতে পেয়ে যান

একুশে পদক পুরষ্কার, 

মুক্তিযোদ্ধা হিসেবে তার দান

কে করবে অস্বীকার? 


"মায়ের একধার দুধের দাম..."

গাইলেন এমন গান,

চোখের জলে শ্রোতা ভাসে

বাড়লো মায়ের মান।


এহেন শিল্পীর চির বিদায়ে

শোকাহত সবার মন,

কাজের মাধ্যমে হলেন তিনি 

সবার আপন জন।

Post a Comment

0 Comments