Type Here to Get Search Results !

KEPZ:-অভিশাপ না আর্শীবাদ ?

 

ছবি: সাজ্জাদ খান মিঠু 

KEPZ (KOREAN EXPORT PROCESSING ZONE) - :অভিশাপ  না আর্শীবাদ ?

সাজ্জাদ খান 


১।রাত তখন সাড়ে এগারোটা কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রাম।একে করোনার ভয়াবহ থাবার বিস্তার ঘটছে,মহামারীর কারণে অর্থনৈতিক সংকটে মানুষ।গ্রামবাসী

 সারাদিনের পরিশ্রম  শেষে কেউ ঘুমিয়ে পড়েছে কেউবা ঘুমের প্রস্তুতি নিচ্ছে।এমন সময় রাতের নিস্তব্দতা ভেঙ্গে  আতঙ্ক সৃষ্টির শব্দ নিয়ে প্রবল গতিতে ধেয়ে  এল পানির ঢল । মুহূর্তে তলিয়ে গেল গ্রামের আংশিক অংশ। সাথে সাধারণ মানুষের বসত ভিটি,জমানো খাদ‍্যশস‍্য।ঘুমন্ত মানুষ মানুষের চিৎকার চেচামেচিতে ধরফর করে উঠে ঘরের ভেতর পানি দেখে চমকে ওঠে।যেন এক দুঃস্বপ্নের শুরু,ধীরে ধীরে বাড়ছে পানি।পানির প্রচন্ড গতি বিধ্বস্ত করেছে অনেক বাড়ি ঘর।কিছু মানুষের ঠাই হয়েছে খোলা আকাশের নীচে।মহান আল্লাহর রহমতে স্হানীয় নেতৃবৃন্দের তৎপরতায় বন্ধ হয় পানির ঢল।এই ধ্বংসের তান্ডব নৃত‍্য করল যে পানির ঢল কোত্থেকে এলো এই ঢল ?  KEPZ এর Lake এ অতিরিক্ত পানির চাপ কমানোর জন‍্য এই পানি ছাড়া হয়েছে।আর্শ্চয লোকালয়ে সাধারণ মানুষের আশ্রয় ধ্বংস করে পানির চাপ কমানো ! এ কি ধরনের অমানবিকতা ?KEPZ এর বিলাসী Bamboo House এর দিকে পানি নিঃস্কাষনের ব‍্যবস্হা করলেইতো হতো।


২।গভীর রাত গ্রামবাসী দুঃখ কষ্টের বোঝা বয়ে পরিশ্রান্ত শরীর এলিয়ে দিয়‍েছে ঘুমের কোলে অকস্মাত নেমে এল কেয়ামত।ভেঙ্গে পড়ছে ঘরের দেয়াল,দুমড়ে মুচড়ে যাচ্ছে ছাদের টিন,ভেঙ্গে ফেলা হয়েছে সদর দরজা।দৈত‍্যকায় হাতির তান্ডব।প্রাণ নিয়ে পালাতে পারলে ভালো না হলে মৃত‍্যূ।প্রাণ বাঁচানোর জন‍্য মজুদ খাদ‍্যশস‍্য খেয়ে সাবাড় করেছে ঐ সাক্ষাৎ মৃত‍্যূদূত।এখন প্রায় প্রতিনিয়ত এই ভাবে ধ্বংস করছে মানুষের স্বপ্ন,বেঁচে থাকার অবলম্বন।কোথা থেকে আসে এই হাতি ? উওর : KEPZ।ইদানিং এই হাতির আক্রমন আরও বেড়েছে।কোনো প্রতিকার নেই।হাতির পায়ের তলায় নিস্পেষিত হচ্ছে মানুষের বেঁচে থাকার স্বপ্ন।


৩।বর্ষাকাল।অঝোর ধারায় হচ্ছে বর্ষন।মাথার ঘাম পায়ে ফেলে জীবন যুদ্ধে অবতীর্ণ গ্রামের সাধারণ মানুষ গুলির ঘরের ভেতর এক কোমর পানি।চরম কষ্টে দিনাতিপাত।বর্ষার এই পানির সাথে দুঃখের অশ্রু মিশে একাকার।প্রায় প্রতি মৌসুমে একই অবস্হা।কোথা থেকে এলো এই পানি ? উওর সকলের জানা  "KEPZ" পাহাড় কেটে শিল্পায়নের পরিণতি।বৃষ্টির পানি প্রচন্ড উচ্ছলতায় বাঁধাহীন স্রোতধারায় নেমে আসে উপর থেকে নীচে।ক্ষমতাশালীর উঠান থেকে ক্ষমতাহীনের কুটিরে।তামাশা দেখার জন‍্য।

KEPZ সৃষ্টির আগে কখনও বর্ষার পানির এই তান্ডব আমরা কেউ দেখিনি।


৪। যাদের পাঁজর ভেঙ্গে KEPZ এর সৃষ্টি, সেই মানুষ গুলি আজ গুরুত্বহীন অস্তিত্বহীন।অনেকেই হারিয়েছেন নিজের শেষ সম্বল জমিটুকু।তাদের বাবা দাদার  কাছ থেকে প্রাপ্ত সবুজ জমির উপর দাঁড়িয়ে আছে KEPZ এর অবকাঠামো।নাম মাএ মূল‍‍্যে এই জমি দিতে বাধ‍্য হয়েছে মানুষ।যারা ভুমিহীন হল তাদের পরিবারের ক'জন আছে KEPZ এ চাকুরীরত ? এখনও কিন্তু কান্নার আওয়াজ শোনা যায়।স্হানীয় জনগোষ্ঠীকে চাকুরীর ক্ষেএে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করেনা KEPZ কর্তৃপক্ষ।

,

প্রচন্ড শক্তিধর KEPZ কর্তৃপক্ষের কাছে আমরা সকলে অসহায়।


উপরের চারটি সর্বনাশা বিষয় নিয়ে আলোচনা করলাম প্রত‍্যেকটির উৎস KEPZ।কখনও আংশিক ক্ষতিপূরণ দেওয়া হয় কখনও কিছুই না।বার বার ক্ষতির শিকার দরিদ্র মানুষ।ক্ষতিপূরণে কি ক্ষতি পোষায় ?


ভবিষ্যতে কিন্তু আমাদের জন‍্য অপেক্ষা করছে আরেক মহা সংকট সেটা হল "পানি যার অন‍্য নাম জীবন"।KEPZ এর সকল কারখানা চালু হলে তাদের প্রয়োজনে যে পরিমাণ  ভূগর্ভস্থ পানি তোলা হবে তাতে অএ এলাকার পানির স্তর নীচে নামতে বাধ‍্য।পুকুর শুকিয়ে যাবে,নলকুপে সহজে পানি উঠবেনা।কি হবে আমাদের ?


নির্দ্বিধায় স্বীকার করছি এই KEPZ আমাদের অএ এলাকার প্রচুর ছেলে মেয়ের কর্মসংস্থানের উৎস।মুক্তি দিয়েছে বেকারত্বের অভিশাপ থেকে।কিছুটা স্বচ্ছলতা দিয়েছে নিজ নিজ পরিবারকে।অনেকেই KEPZ এ ব‍্যবসা করে ভালোই আয় করছেন।আবার অনেককে KEPZ স্বউদ‍্যেগে আয়ের  ব‍্যবস্হা করে হাতে রেখেছে।এখানে কোন সমস‍্যা নেই,সমস‍্যা হল এই চাকুরী দেওয়া ও ব‍্যবসা দেওয়ার আড়ালে অন‍্য কোনো উদ্দ‍্যেশ‍্য আছে কি না।যা আমাদের অস্তিত্ব বিলীন করতে পারে ?  একদিকে কিছু মানুষের চাকুরী,ব‍্যবসা দেওয়া আবার অন‍্য দিকে তাদের সহ অন‍‍্য স্হানীয়দের  বর্ষার পানি আর কৃএিম হ্রদের পানি  ছেড়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে বসত বাড়ি,ঐখান থেকে হাতি এসে  তান্ডব চালাচ্ছে দরিদ্র কৃষকদের জীবন জীবিকা আর মাথা গোঁজার ঠাই এর উপর KEPZ কর্তৃপক্ষ নির্বিকার।আজ যদি হাতিগুলি এই আক্রমণ KEPZ এর কারখানা গুলির উপর করতো তখন? কর্তৃপক্ষ কি তখনও নীরব ভূমিকা পালন করতো ?

আপনার যেকোন লিখা প্রকাশ করতে যোগাযোগ করুন এখানে

অতিরিক্ত পানি মানুষের বসত বাড়ির উপর ছেড়ে দেওয়া,বর্ষাকালের পানি,হাতির উপদ্রব,ভূমি হারানোদের অগ্রাধিকার ও স্হানীয়দের প্রাধান্য না দেওয়া।এই চার সর্বনাশ থেকে উওরণের জন‍্য বিগত বছর গুলিতে অনেক চিৎকার,অনেক প্রতিবাদ করা হয়েছে।KEPZ কর্তৃপক্ষ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আসছে এই সকল প্রতিবাদ। মনে হচ্ছে KEPZ কর্তৃপক্ষই এখানকার স্হানীয় আমরা সব বহিরাগত।


KEPZ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিকার না হওয়া এক ধরনের শঙ্কার জন্ম দিয়েছে কেননা East India কোম্পানির চরিএের সাথে মিল পাচ্ছি এই KEPZ এর।EAST INDIA কোম্পানি যেমন ব‍্যবসা করার  ছদ্মবেশে পুরোদেশ দখলে নিয়ে তুলে দেয় ইংরেজদের হাতে।আমরা স্হানীয়রা হয়ে পড়ি ইংরেজদের সেবক ওরা আমাদের কর্তা।এই KEPZ ও কি আস্তে আস্তে আমাদের গ্রাস করে ছুড়ে ফেলে দেবে আমাদের শেকড় উপরে। একটা কথা না বলে পারছি না আমাদের স্হানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের, আমরা অস্তিত্বহীন হলে আপনাদের অস্তিত্বও কিন্তু থাকবেনা নেতৃত্ব তো দূরের কথা।আমি এই দেশে নিজেই দেখেছি স্হানীয়দের উচ্ছেদ করে বড় প্রকল্প বাস্তবায়ন হতে।যারা জমির মালিক ছিলো তারা আজ পরগাছার মত বেঁচে আছে।তাই নেতৃবৃন্দের কাছে অনুরোধ সময় থাকতে সর্তক হউন।মানুষকে তাদের শেকড় রক্ষার্থে সজাগ করুন।KEPZ এর  কারণে আমরা সাধারণ মানুষ যাতে আর ক্ষতিগ্রস্ত না হই সে ব‍্যাপারে স্হায়ী সমাধান খুঁজে বের করুন।বার বার ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিকার না পেলে সন্দেহ দানা বাঁধবেই।


আমার এই লেখা অনেকেই হয়ত পছন্দ করবেন না।কিন্তু নিজের অস্তিত্ব যদি শঙ্কাগ্রস্ত হয় তাহলেতো চুপ করে কেউ থাকতে পারে বলে মনে হয় না।


আমি শিল্পায়ন বিরোধী নই।KEPZ আমাদের বেশ কিছু মানুষের(মহিলা ও পুরুষ)আয়ের উৎস,আমার এর বিরোধীতা করার প্রশ্নই আসেনা। উপরুন্তু আমি নিজেও সুপারিশ করে অনেককে চাকুরীতে ঢুকিয়েছি আর আমার গ্রামের অতীব প্রয়োজনীয় ব্রীজ ও কালভার্ট KEPZ কর্তৃপক্ষকে অনুরোধ করে তৈরী করিয়েছি। আমার মাথা ব‍্যাথাটা হল উপরে উল্ল‍্যেখিত বিষয় গুলির কারনে ক্ষতির ব‍্যাপকতা  ঠেকাতে স্হায়ী সমাধানের ব‍্যবস্হা না করা।কর্মসংস্হানে KEPZ এর কারনে ভূমি হারানোদের অগ্রাধিকার দেওয়া ও স্হানীয়দের সঠিকভাবে মূল‍্যায়ন করা।KEPZ তার কার্যক্রম পরিচালনা করুক কোনো আপওি নেই কিন্তু আমাদের অস্তিত্বের পাঁজর পানে হাত বাড়ালে অবশ‍্যই আপওি আছে।।


(হয়ত আমার এই লেখায় অনেকেই হাসবেন বা অবাস্তব বলে বিরক্ত হবেন আমি কিন্তু এখানে ভবিষ্যতের বাস্তবতা দেখছি বর্তমানে এদেশের মধ‍্যেই কিছু বাস্তব চিএ দেখে।)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119