বিয়ের আয়োজন করায় জরিমানা গুনতে হলো দৌলতপুরের ঝুমুর ক্লাকে

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় একটি কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বর- কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার ঝুমুর কমিউনিটি সেন্টারে এ অভিযান চালানো হয়।


উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।


তিনি জানান, করোনা মহামারির এই সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ঝুমুর কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজক বর-কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post a Comment

0 Comments