Type Here to Get Search Results !

খালে জোয়ার-ভাটার প্রতিবন্ধকতা না কারার অনুরোধ



ফারুক চৌধুরী :

 দোনা খাল,নয়াহাট খাল,চরলক্ষ্যা খাল,শিকলবাহা চৌমুহনী খাল বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন নামে ।


উৎপত্তি কর্ণফুলী নদী থেকে চরপাথর ঘাটা ইছানগর-চরলক্ষ্যা-জুলধা-চরলক্ষ্যা-শিকলবাহা-চরলক্ষ্যা-চরপাথর ঘাটা হয়ে কর্ণফুলী নদী ।


বর্তমানে অনেক জায়গায় খালের অস্তিত্বও নেই ।কর্ণফুলী উপজেলার জলাবদ্ধতার অন্যতম কারণ ।আমাদের অভিভাবক কর্ণফুলী উপজেলার প্রবক্তা মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের নির্দেশে  খনন কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ডের টাকা যেন পানিতে না যায়,যার যার অবস্খান থেকে সহযোগীতা করে যথাযথ ভাবে কাজ বুঝে নিতে পারলে জলাবদ্ধতার অবসান হবে ।

আমাদের সকলের প্রতিজ্ঞা হউক এই খালে জোয়ার-ভাটার প্রতিবন্ধকতা হয় এমন কোন কাজ করব না,কেউ করতে চাইলে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ ।

ফারুক চৌধুরী 

উপজেলা চেয়ারম্যান ,কর্ণফুলী ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119