Type Here to Get Search Results !

শিক্ষার্থীদের মোবাইলে গেমস খেলার আজব যুক্তি - সরকার তাদের গেমস খেলার সুযোগ করে দিয়েছেন!


মোহাম্মদ মনির,, 

মোবাইলে শিক্ষার্থীদের গেমস খেলার অপকারিতা নিয়ে প্রচার-প্রচারণা কম হয়নি মিডিয়াগুলোতে।শিক্ষা কিংবা চিকিৎসায় বিশেষজ্ঞগন বরাবর-ই জানিয়ে যাচ্ছেন তাদের মতামতগুলো। সরকারও প্রশাসনিক ভাবে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তা আর নতুন করে বলার কিছু নেই। কোন কোন এলাকায় সামাজিক মুল্যবোধ থেকেও সু-নাগরিকগন ভূমিকা রাখছেন এসব কোমলমতিদের মোবাইল গেমসের আসক্তিকে নিরুৎসাহিত করার জন্য। কিন্তুু কাজের কাজ গুড়ে বালি!

চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের স্কুল পড়ুয়া ছাত্রদের সাথে কথা বলে জানা গেলো সরকার-ই নাকি তাদের গেমস খেলার সুযোগ করে দিয়েছেন।
এ বিষয়ে সুন্দইল পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান সিকদার বলেন, বিদ্যালয়ে নিয়মিত অনলাইন ক্লাশ ও এ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে।কিন্তু ছাত্র-ছাত্রীরা ক্লাশ ও পরীক্ষায় যুক্ত না হয়ে গেমস খেলায় আসক্ত হয়ে পরেছে।যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতির কারন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119