Type Here to Get Search Results !

দীর্ঘদিন জাহান্নামে অবস্থানের পর জাহান্নামীরা চারটি আকাঙ্ক্ষা করবে

 


আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পোস্টের শিরোনামে আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ।

দীর্ঘদিন জাহান্নামে অবস্থানের পর জাহান্নামীরা চারটি আকাঙ্ক্ষা করবেঃ👇👇
🔘 প্রথম আকাঙ্ক্ষাঃ
তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। তাই তারা আল্লাহ তা'আলাকে বলবেঃ
رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُون
"হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও। আমরা যদি আবারও কুফরী করি তাহলে আমরা জালেম বলে গণ্য হবো।

তখন তিনি তাদেরকে বলবেনঃ َ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُون "তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোন কথা বলিও না"।

এই প্রত্যাশা থেকে নিরাশ হওয়ার পর তারা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে তাদের বের হওয়ার আর কোন পন্থা নেই। তখন তারা দ্বিতীয় আশাটি করবে।

🔘 দ্বিতীয় আকাঙ্ক্ষাঃ
তারা জাহান্নামের দাড়োয়ান মালিকের কাছে আবেদন জানাবে তিনি যেন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন।

আল্লাহ তা'আলা বলেনঃ وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ তারা (জাহান্নামীরা) ডাকবে, হে মালেক (জাহান্নামে দাড়োয়ান) তোমার পালনকর্তা যেন আমাদের জন্য একটা ফয়সালা করেন।
অর্থাৎ আজাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা মরতে চাইবে।  তখন তিনি বলবেনঃ (َ إِنَّكُم مَّاكِثُونَ) তোমরা এখানেই অবস্থান করবে।

🔘 তৃতীয় আকাঙ্ক্ষাঃ
আশ্চর্য এক আকাঙ্ক্ষা! শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যায়! আর তা হচ্ছে অন্তত একদিনের শাস্তি থেকে বাঁচতে চাওয়া।
وَقَالَ الَّذِينَ فِي النَّار لِخَزَنَةِ جَهَنَّم اُدْعُوَا رَبّكُمْ يُخَفِّف عَنَّا يَوْمًا مِنْ الْعَذَاب
"যারা আগুনের মধ্যে থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট একটু দোয়া করো, তিনি যেন আমাদের থেকে (অন্তত) একদিনের শাস্তি কমিয়ে দেন"!!!
                        (সূরা আল-মু'মিন,আয়াত-৪৯)

তখন জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবেঃ
(ولم تك تأتيكم رسلكم بالبينات)...
"তোমাদের রাসূলগণ কি তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেননি? (قالوا بلى).... তারা বলবেঃ হ্যাঁ, তখন ফেরেশতারা আবারো বলবেনঃ
(فادعوا وما دعاء الكافرين إلا في ضلال)
তাহলে তোমরা ডাকতে থাকো আর কাফেরদের দোয়া ব্যর্থই হবে। তারপর তারা চতুর্থ আকাঙ্ক্ষাটি করবে জান্নাতীদের থেকে।

🔘 চতুর্থ আকাঙ্ক্ষাঃ

وَ نَادٰۤی اَصۡحٰبُ النَّارِ  اَصۡحٰبَ الۡجَنَّۃِ اَنۡ اَفِیۡضُوۡا عَلَیۡنَا مِنَ الۡمَآءِ اَوۡ مِمَّا رَزَقَکُمُ  اللّٰہُ ؕ قَالُوۡۤا  اِنَّ اللّٰہَ حَرَّمَہُمَا عَلَی الۡکٰفِرِیۡنَ
আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, “আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদেরকে যে জীবিকা (খাদ্য) দান করেছেন তার কিছু অংশ আমাদের দিকে দাও।” তারা বলবে, “আল্লাহ তো (আজ) এ দুটোই কাফেরদের জন্য হারাম করেছেন।

▪কেন হারাম করা হলো? তারা কি করতো??

তারা তো সেইসব লোক (الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا ) যারা তাদের দ্বীনকে বিনোদন ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করেছিল।
এবং (وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا) ۚ দুনিয়ার জীবন তাদেরকে  ধোঁকা দিয়েছিল।

(হে আল্লাহ! আমরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই!)

আমিন

আল্লাহপাক আমাদের বুঝার তৌফিক দান করুন।


ব্রাজিল দলে যোগ হলো আরও ৯ জন ;খেলতে পারবেন না সিলভা-এলিসনসহ আরো অনেকে

মাঠের লড়াই আসছে মাসের শুরুতেই। কিন্তু উত্তাপ ছড়াচ্ছে এখনই। আসলে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল নিয়ে আগ্রহের কমতি থাকে না। এবারও নেই। আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচের জন্য পূর্বঘোষিত দলে আরও ৯ ফুটবলারকে যোগ করেছে ব্রাজিল। এছাড়া উপায় নেই। করোনাভাইরাস পরিস্থিতিতে আন্তর্জাতিক সূচিতে অনেক দেশের ফুটবলারকে ছাড়তে রাজি হচ্ছে না প্রিমিয়ার লিগ ও লা লিগার ক্লাবগুলো।

গত মাসেই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। সেই হারের প্রতিশোধটা সেপ্টেম্বরেই নিতে পারে তারা।  প্রথমে ২ সেপ্টেম্বর চিলির মাঠে লড়াই। ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। তারপর আগামী ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ।

এর আগে এই ম্যাচের জন্য ২৫ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছিলেন তিতে। তার সঙ্গে আরও নতুন ৯ জনকে যোগ করলেন ব্রাজিল কোচ।

ডাক পেলেন আন্তর্জাতিক ফুটবলে নতুন মুখ গোলকিপার এভেরসন। সঙ্গে আছেন দুই ডিফেন্ডার সান্তোস ও মিরান্দা, তিন মিডফিল্ডার এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন আর তিন ফরোয়ার্ড হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।    

ইংলিশ ক্লাবগুলো অটল। করোনার সময়ে তারা ফুটবলার ছাড়বে না। সেটা হলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার সিটির এদেরসন ও গাব্রিয়েল জেসুস, এভারটনের রিশার্লিসন,  লিডস ইউনাইটেডের রাফিনিয়া এবং লিভারপুলের আলিসন, ফাবিনিয়ো ও রবের্তো ফিরমিনো খেলতে পারবেন না ব্রাজিলের হয়ে।

আবার লা লিগা কর্তৃপক্ষ রিয়ালের ভিনিসিউস ও ডিফেন্ডার এদের মিলিতা ও মিডফিল্ডার কাসেমিরোকেও ছাড়তে চাইছে না। এ কারণেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিকল্প ফুটবলার দলে টানলেন কোচ তিতে। ২০২২ কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এক নজরে ব্রাজিল দল:

গোলরক্ষক-
অ্যালিসন, এডারসন, ওয়েভারটন ও এভেরসন।

ডিফেন্ডার-
দানি আলভেস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, গিলের্মে আরানা, এডার মিলিতাও, মার্কিনিওস, ভেরিসিমো, থিয়াগো সিলভা, সান্তোস ও মিরান্দা।

মিডফিল্ডার-
ক্যাসেমিরো, ফ্যাবিনিও, ফ্রেড, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ক্লদিনিও, এভারটন রিবেরিও, এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন।

ফরোয়ার্ড-
নেইমার, রিশার্লিসন, রাফিনিয়া, মাতিয়াস কুনিয়া, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, হাল্ক, ভিনিসিউস জুনিয়র ও মালকম।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

এখানে আপনার মতামত দিন👇👇

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119