Type Here to Get Search Results !

আনোয়ারায় হাতির আক্রমণে আহত এক

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোররাত থেকে মানুষের মাঝে আতঙ্ক ছড়াল খাবারের সন্ধানে বাঁশখালীর পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা দলছুট একটি বুনো হাতি। হাতিটি ভোররাতে খাবারের সন্ধানে এলেও সকাল হওয়ার পর লোকজনের নজরে পড়ে।

দলছুট হাতিটি দিশেহারা হয়ে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বারশত, বটতলী ও বরুমচড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ক্ষেত-ফসল নষ্ট করে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। হাতির হামলায় বারশত গ্রামের মাঠে কাজ করার সময় রংপুর জেলার বাসিন্দা আবুল কাশেম (৫৫) নামের একব্যক্তি আহতের ঘটনাও ঘটে।

নিজস্ব প্রতিবেদক,
বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ জানান, বুনো হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট হয়। হাতিটি গুন্ধিপ, গোবাদিয়া, বনিকপাড়া ও বারশত এলাকায় ঘোরাঘুরি করে ক্ষেতের ফসল নষ্ট করে। এ সময় ১ ব্যক্তি হাতির হামলায় আহত হয়।

রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, লোকালয়ে আসা হাতিকে আবাসে ফেরাতে বনবিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সঙ্গে পুলিশ সদস্যরাও নিয়োজিত ছিল। দুপুর ১২টার দিকে সবার সহযোগিতায় ও চেষ্টায় হাতিটিকে বাঁশখালী বনাঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119